দেশে দেশে টানাটানি! কার কার দেশ?
দেশ ভেঙে ভাগ হয়! হিংসার রেষ।
দেশ প্রেমে মাতোয়ারা! সীমান্তে ভক্তি!
লোক আছে তাই দেশ এটা সত্যি।
দেশ মাটি মানুষের, দেশ জনতার
দ্বেষ বেচে কেউ খায়, তেজ ক্ষমতার।
এত যদি দেশ প্রেম- কাজ কর সাথে
ভাই বলে বুকে টান ধর হাতে হাতে।
আলো জ্বলে বহু তলে, কুঁড়েতে আঁধার
কুঁড়ে থেকে বহু তল! অলঙ্ঘ্য পাহাড়।
ভোট এলে হাত ধরে মিঠে মিঠে কথাতে
ভেক ধরে নেমে পড়ে দেশ প্রেম বিলাতে।
দেশ সেবা! জন সেবা! না কি চাকরী?
সেবা হলে ভাতা কেন? কোথা ডিগ্রী?
বুড়ো হলে- বড় নেতা, তিনি মহামন্ত্রী
ষাটেতে কর্মী বিদায় হারিয়েছে চাকরী।
ভোট হয় রঙ দেখে নেতা দেখে নয়!
নেতা তাই বার বার রঙ বদলায়।
মহা নেতা যেন এক কুমীরের ছানা
বাকি যারা নেতা তারা শিয়ালের খানা!
সব সিটে একই নেতা একে দাও ভোট
বাকিদের ব্যাপারে মনে রেখনাকো খোঁট।
দেশ জুড়ে এরই নামে যত জন সভা
এই নাকি সাচ্চা দেশ জনগণ সেবা!
চারি দিকে এর নাম এরই ছবি থাকে
বাকি রা বংশ বদ! কোন কাজে লাগে?
হাবিজাবি বলে দিল অতি কথনে
গরীবের মোটা ভাত মেলে রেশনে!
এর নামে ইমারত স্ট্যাচু বিল্ডিং
এই হল সুপার হিউম্যান বিইং!
এর নামে প্রাণ পায় অফিস কাছারি
এর মুখ ই ছাপ্পা ইনিই সরকারি!
এই শুধু কাজ করে! এর প্রেরণা!
ভোট গেলে পাঁচ সাল কেউ চেনে না!
যদি ভাব পর বারে নেতা কেই বদলে দেবে!
রঙ চেঞ্জ করে নেতা কেস দিয়ে যাবে!
ভোট এলে দাদা কাকা! যত মিনতি
রাম শ্যাম যদু মধু সবে প্রণতি!
এ পাড়ায় ল্যাম্প পোস্ট ও পাড়ায় বাতি
ঝকঝকে রাস্তা হবে রাতা রাতি।
বাকি দিন দেশ থাকে যার যার গ্রামে
দেশ বাড়ে মানুষের শ্রমে আর ঘামে।
ওরা যারা কাজ করে পথে মাঠে ঘাটে
দেশ বুকে, দেশ মাথে ওরা চলে হেঁটে।
আমাদেরই শ্রম জমে জিডিপি র খাতে
আমরাই শুয়ে থাকি খলি পেটে রাতে।
জিডিপি র হিসাবে দেশ বাড়ে আগে
দেশ বওয়া মানুষেরা পিছে পড়ে থাকে!
নেতা আসে যুগে যুগে নেতা চলে যায়
ভোটে জেতে কোন নেতা কারো জামানত যায়।
নেতা থাকে মউতাতে ইতিহাস পাতায়
ইতিহাস লেখা হয় মানুষের বুকের খাঁচায়!
দেশ ফেরে হাতে হাতে! দ্বেষ ফেরে মুখে
জনতা মরেছে শোকে! নেতা থাকে সুখে!
যত প্রেম মুখে মুখে! বুকে মিছরির ছুরি
ভালোবাসা বিলাতে ভালো বাসা খুঁজে মরি!