আমার নিঃস্ব আকাশ
ডাক পাঠালে-
হাত বাড়ালে মুক্তি খোঁজে।
ডাক পাঠালে-
তোমার আকাশ জুড়ে
অথই তারায়-
আমার ছন্নছাড়া সকাল বেলায়।
ডাক পাঠালে-
কূজন বিথে বিজন চিতে
আমার একলা হওয়া পথে।
ডাক পাঠালে-
তমাল ছায়ায় সাঁঝের বেলায়
নিলাজ জানালায়।
আমার এমনি বিকেল
বিরল গানে
সব হারানো সুর বুনে যায়
অথই তারায়-
সৃজন সুখের সুখ ছুঁয়ে আজ
দুখের গানে মজব না-
আমার একলা পথে
ফিরতি হাওয়ায়
কণ্ঠ ছেঁড়া বেহাগ সুরে
সুপ্তি খুঁজে ফিরব না।
আমার নিঃস্ব আকাশ
ডাক পাঠালে-
হাত বাড়ালে নিলাজ ভালবেসে।
ডাক পাঠালে-
দুই চোখেতে কাজলা নদী-
দুই বাহুতে
উশর মরু উছল শোকে
দীপ হয়ে আজ
ফিরাও মোরে অঙ্গনে –
ডাক পাঠালে-
স্বপন ছেঁড়া সোহাগ গানের
দ্বীপ স্বপনে।।