আম জনগণ ভাগের মা!
                 গঙ্গা পায়না মোটে।  
উন্নয়নের দু-চার ফোঁটা-  
                 রঙ বেছে তাই জোটে।

মানুষ তো নয়! চতুর্দিকে-
                   রঙ ই শুধু ঘোরে।
রঙের নীতির রাজনীতিতে-  
                   মানুষ যাচ্ছে হেরে।  

ভাগ বাঁটোয়া চলছে শুধুই-
                   আমরা ওরা করে।
জাবর কাটায় কাটছে প্রহর-
                  ফালতু কথার ভিড়ে।

আমার মাথা আমিই বেচি-
                  জামার কলার তুলে।  
প্রশ্ন করার অভ্যাস টা-
                  কবেই গেছি ভুলে।

মসনদে যে আছে বসে -
                 আমার মনিব নয়।  
জবাব দেওয়ার দায় তো তাহার-
                    সে দায় আমার নয়।  

চাষের মাঠে, কারখানা তে-
                   আমরা যারা খাটি।
দেশের সেবায় ঘর্ম ঝরাই-    
                   সিক্ত দেশের মাটি।  

আমার শ্রমের জবাবদিহি-
                  আমার খোদার কাছে।
বিবেক তবে রঙের ভিড়ে-
                   বিকিয়ে কেন আছে!

প্রশ্রয় নয়, প্রশ্ন কর-  
                শাসক রঙের মুখে।  
নইলে সবাই পুড়তে থাক-
                বিভেদ খেলার সুখে।

আজকে  শাসক কাল বিরোধী-
                   চক্রাকারে ই চলে।
গাছের গড়ায় খোঁটান দিলেই-
                   পুরুষ্টু ফল ফলে।

প্রশ্নবাণের নিড়ান খানা-
              ভুলেই যদি থাক।
আগাছারাই দাপিয়ে বেড়ায়-
              মাথায় তুলে রাখ!

বছর শেষে হিসেব মেলাও-
                  মাকাল ফলে দেখ!
আবার নতুন মাকাল লাগাও-  
                  কিচ্ছু কি আর শেখ!  

বছর বছর রাজার হালে-  
                   রাজ করছে ওরাই।  
রক্ত চোখের ভ্রূকুটি তে-  
                    আমরাই শুধু ডরাই!  

অনুগত হতেই পার-  
                 ইচ্ছে সেটা তোমার।
উচ্ছিষ্ট কুড়িয়ে খেয়ো-      
                  লাগিয়ে গলায় কলার।

পুচ্ছ নেড়ে তারই পায়ে-    
                 ঠুকতে থেকো মাথা।  
তোতার মত বোলতে থেকো-  
                 তার শেখানো কথা।  

তার সুরে তেই গাইতে থাক-
                   তারই জয়ধ্বনি।
(অন্যথাতে) চামড়া তুলেই বাজাবে ঢাঁক-  
                   বাজনা বিসর্জনি।

ভোটের মাঠে প্রতিপক্ষ!  
                   মিল যে তলে তলে।  
চরিত্রটা একই রকম-
                 শাসক -বিরোধ মিলে।    

দাবার খেলা খেলবে ওরা-  
                 সাদায় কালোয় মিলে।
আমরা বোড়ে মরব প্রাণে-    
                চালের গণ্ড গোলে।

অনেক হোল ঝাণ্ডা বওয়া-
                রঙিন মুখোশ পরে।
একবারটি কণ্ঠ ছাড়-
                স্বাধীন হবার তরে।  

বজ্জাতি আর দলাদলি ছেড়ে-  
                    মানুষ হোয়ো আগে।  
রক্ত হোলি খেলার আগে
                     বিবেক যেন জাগে।      

সবার চেয়ে মানুষ দামি-
                  কিচ্ছু টি নেই আগে।  
দোহাই তোদের! মনুষ্যত্বে-  
                  দাগ যেন না লাগে।
-------------------------------------

রচনাকালঃ ২৮/০৯/২০২০