চুপকথা গুলো রূপকথা হবে
সাঁঝবাতি তবে জ্বলবে
লাজবতি যবে নিজেদের কথা
নিজেরা নিজেই বলবে...
তারাদের সাথে কানাকানি হবে
চন্দ্রিমা চুপ শুনবে
মেঘেদের সাথে বৃষ্টিরা মিলে
বাবুইয়ের বাসা বুনবে...
আকাশের থেকে আকাশ গঙ্গা
টুপ করে নেমে আসবে
ঝুপ করে যত সৌর কণারা
জোনাকির মত ভাসবে...
ইথারে ইথারে বার্তা প্রেরণা
স্বাধীনতা হেসে উঠবে
চুপকথা গুলো রূপকথা হয়ে
মুখে মুখে যবে ফুটবে…।।