মেঘে মেঘে বেলা পড়ে আসে যেন-
মেঘেরা ভেলায় চড়ে আসে কেন!
কেউ কি রেখেছো খবর?
মেঘ দূত এসে বলে গেল কেন-
তোমার পাঠানো চিঠিটা যেন
হারিয়েছে কোণ ঘন কুয়াশায়।
আমি তো মেনেছি হৃদয়ে জেনেছি
কবিতা লিখেছ চিঠির পাতায়!
তুমি তো জানই! কবিতা নয়-
তোমাকে চেয়েছি পরশে ছোঁয়ায়।
তোমার মত লিখি না কিছুই-
আঁকি না স্বপ্ন ছবি-
ঘুমে জাগরণে আশ্লেষে চাই
হাতে হাতে প্রেমে ছুঁয়ে থাকা চাই।
স্বপন গহনে যে টুকু পাই-
পাওয়া সে তো নয়! জ্বলে পুড়ে ছাই।
বৃষ্টি আমার সত্তা জুড়ে-
তোমার বুকেও নামুক।
বাজের শব্দ আমার বুকে-
তোমার মনেও বাজুক।
মিঠি মিঠি আর কথকতা নয়-
উড়ে আসা চুমু আর ধরা নয়-
অনুভবে শুধু ছুঁয়ে থাকা নয়
পরশ তোমার ও চাই।
দূরে থাকা ঠিক তত দূরে নয়-
নিঃশ্বাসে যেন চুমুর গন্ধ পাই!