=•=•=•=•=•=•=•=•=
ছন্দটারে মন্দ বলে  
ধন্দ নাহি রেখো
সন্দ ছেড়ে সঙ্গে চলে
হৃদয় দিয়ে শেখো।

পদ্য যেমন গদ্য তেমন
ছন্দ সুধায় ভরা
ঠিকমতো ঠিক অধ্যয়নে
পড়বে ঠিকই ধরা।

অন্ত্য মিলে ছন্দ খোঁজা!
ব্যাপার তেমন নয়
জগত জুড়ে ছন্দ রাজা
ক্ষ্যাপার বিশ্ব জয়।

দলের সাথে দল মিলিয়ে
বৃত্ত পূরণ করে
ছন্দ মেলে মন মাতানো
কাব্য রীতির ঘরে।

জোড়ের সাথে জোড়কে রেখো
বিজোড় বিজোড় সাথে
জোড় বিজোড়ে গোল পাকালে
মিল হবে না তাতে।

আরও আছে মাত্রা গোনা
মাত্রা নিয়ো খুঁজে
সমান্তরাল মাত্রা দিয়ো
যুক্তি দিয়ে বুঝে।

গদ্য লেখ পদ্য লেখ
ছন্দ নিয়ো জেনে
কাব্য কলায় আশীষ পাবে
নিয়ম-নীতি মেনে।
=•=•=•=•=•=•=•=•=•=