স্বচ্ছতোয়া আয়নার আড়াল ছাড়া  
কি করে দেখাবো বল হৃদয়ের তিল
কিছুটা বিষাদ সাগর—
                        কিছু ঝিলমিল
                     -০-
চাঁদ গেছে ডুবে, সুগভীর ঘুম মুড়ে পাড়া  
এখানে শীতের ভোরে ওম লেগে কুয়াশার গায়  
শিশির ছুঁয়েছে তাঁর—
                      ফুটিফাটা পায়
                     -০-