অগভীর নদীর ভেতরে
গভীর গভীরতর নদী এক
একা হতে হতে –
অচেনা হাতের কাছে মেলে
দেহের পশরা –
খোলা হাত- খোলা জানালা
খোলা বুক- স্বচ্ছ কাঁচের মতন –
ছুঁয়ে দেখি গনগনে আগুন।
ঠোঁট তার তোলা আঁচ
নাভি যেন স্বর্গের দ্বার!
অচেনা হাতের কাছে
বিবশ বসন ফেলে
আমিষ তৃপ্তির খোঁজে মিলেছে এবার –
নাভি যেন স্বর্গের দ্বার!
অচেনা হাতের কাছে
একা হতে হতে
সযত্ন লালিত তীর
ছুঁয়ে থাকে তার অপাপবিদ্ধ তূণ।
এই প্রথম দুজন –
এই প্রথম চির নতুন।
---------------------------------------
পুরানো ডায়েরী থেকে আরও একটি কবিতা।
রচনা কালঃ ২০/০৮/২০০৩