ছন্দ দিয়েছে মন্দ দোলা হৃদয় বীণার তারে-
হোক না গরম, মনের দুয়ারে ফাগুন রয়েছে ঘিরে।
কৃষ্ণচূড়ায় বনবীথিকায় আগুন দিয়েছে ঢেলে-
মলয় হাওয়ায় দূরের বলাকা উড়ান দিয়েছে মেলে।
মধুর শব্দে বারির ধারা যখন পড়ে ঝরে-
হোক না বর্ষা, আমার ফাগুন আমায় ঘিরে ধরে।
মেঘের মেলায় দৃষ্টি হারায় যায় না তারে ধরা-
মন খারাপের গানের খাতায় প্রেম যমুনার ধারা।
বর্ষা-বিদায়, রোদ ছায়া দিন আলসে ছুঁয়ে থাকে-
হোক না শরৎ, চপল ফাগুন শারদ হাওয়ায় কাঁপে।
শিউলি বোঁটায়, মালতি লতায় ভোমরা আসি জুটে-
আকুল প্রানের ব্যাকুল বাণী কাশের বনে ফোটে।
অলস দুপুর, ছোট্ট বিকেল সূর্যি ডুবে আসে-
হোক না সে যে হিমেল ঋতু, ফাগুন তবু হাসে।
মাটির উঠোন মাতাল হল আমন ধানের ঘ্রানে-
গাঁয়ের বধুর বুক জুড়ে সে খুশির খবর আনে।
মিষ্টি রোদে দৃষ্টি হারায়, আকাশ জোড়া নীল-
হোক না যতই শীতল সে যে, ফাগুন অনাবিল।
পৌষ পাবনের পিঠে পুলি, নলেন গুড়ের স্বাদ-
নিঝুম ঘুমে লেপের ওমে স্বপ্ন দেখার রাত।
বছর শেষে ফাগুন আসে, বাউল বাতাস বয়-
আমার ফাগুন, তোমার ফাগুন দশ দিকেতে ধায়।
রঙের খেলায়, প্রাণের মেলায় সবার আমন্ত্রণ-
সকল লাজের খোলস ফেলে অথৈ প্রেমের নিত্য নিবেদন।।