বোশেখ আমার যায় গো বয়ে—
নিদাঘ মেঘে বন পলাশে
নিশীথ কেতন রিক্ত বাসে
বন পলাশে- শিমুল ছায়ায়
কৃষ্ণচুড়ায় মলয় সুধা বায়
আমার গানের ভোরে প্রাণের কথায়
দোয়েল শালিক চিকন প্রেমে—
উঠোন জুড়ে সুর বুনে যায়।
বোশেখ আমার যায় গো বয়ে
শয়ন বিথে দীপ স্বপনে
পথের বাঁকে পথ হারালো
দুচোখে মোর নূতন আলো
জাগল জোয়ার অথই নিথর প্রাঙ্গণে
আমার প্রাণের প্রিয়া দোহাই তোমার
দুয়ার খোল অঙ্গনে—
আমায় আকুল চিতে নাও গো চেয়ে
তোমার চিকন দুখের প্রাঙ্গণে।
বোশেখ আমার যায় গো বয়ে
নীল আকাশে আনকো লাজে দুচোখ মুড়ে
এমনি করে দূরের পানে উজল ছায়ে
দিগ্বলয়ে উধাও চিতে প্রাণের মিতে
এমনি করে দূরের পানে দৃষ্টি বাঁয়ে
বৃষ্টি খুঁজে নিলাজ মজে আমার পথের পথে
আঁধার রাতে পথ হারালো- প্রাণের মিতে
দুয়ার খোল অঙ্গনে—
আমায় আকুল চিতে নাও গো চেয়ে
তোমার চিকন দুখের প্রাঙ্গণে।
---------------------------------------------------------------
পুরনো ডাইরি থেকে আরও একটি কবিতা। রচনা কালঃ ০৮/০৫/২০০৩