চক্ষুতে লেগে ক্ষমতার নেশা
                      সিক্রেট টপ টাটকা
মুছে দিতে হবে বিরোধিতা সব  
ঘোলা জলে খেলে ফাটকা।
অনুদানে কেনে মাথামোটা ভোট
                   নতুবা সটান ঝটকা  
বিভেদের নীতি বেঁচে থাক বাবা
প্রমাণিত প্রিয় টোটকা।  


হিসেবের ভোট না যদি মেলে
                   আচানক যোটে ধাক্কা  
কিনে নেবে তবে বিধায়ক সবে
নিশ্চিত সে টা পাক্কা।    
কোন দোষ নেই রণে প্রেমে ভোটে
                  চালাতে দেশের চাক্কা
তিনি রাজা নন, মেজাজ’টা রাজা  
হাথেলি পে জান রাখখা।


শেমলেশ- তার পিছু টান নাই—    
                 একরোখা একবগ্‌গা
যুক্তির কোন জায়গাই নাই
ছুটিয়েছে টরেটক্কা।  
বাতেলায় মেলে মোক্ষ যে তাই  
                  ভাষণেতে বাঁটে ফক্কা
রাজনীতি মাঠে রানরেট চাই
প্রতি বলে দুটি ছক্কা!!