ছেড়ে চলে আসা যতটা সহজ
ফিরে যাওয়া তত নয়
ছিঁড়ে যাওয়া চীর জুড়ে নেওয়া যায়
জোড়া দাগটুকু রয়ে যায়
ছেড়ে চলে যাওয়া যতোটা সহজ
ফিরে আসা তত নয়
আমাদেরও ছিল উজল সকাল
সোনালী সফল দিন
গাভী ধান গাছে উছলে পড়া
সৌর কিরণ ঋণ
আমাদেরও ছিল উজল সকাল
সোনালী সফল দিন
মেঘ ভেঙে পড়া বৃষ্টি স্নানে
কষ্টি পাথরে ক্ষয়—
ধুলো বালু কণা ভেসে ভেসে শেষে
মোহনায় জমা হয়
মেঘ ভেঙে পড়া বৃষ্টি স্নানে
কষ্টি পাথরও ক্ষয়
তারপরে নামে গোধূলি বিকেল
আলো আধারের ঘোর
ভিতু মন শুধু আড়াল খোঁজে
আবেগে দিয়েছে দোর
তারপরে নামে গোধূলি বিকেল
আলো আধারের ঘোর
রাত্রি নিঝুম চরাচর জুড়ে
স্তব্ধতা জেগে রয়
বুকের আপসে শ্বসন বাতাসে
অনটন ধরা দেয়
রাত্রি নিঝুম চরাচর জুড়ে
স্তব্ধতা জেগে রয়…
প্রতিদিনের এই বিষাদ যাপন
বিস্বাদ তেতো তেতো
পাঁচনের মতো একটা ঢোকেই
গিলে নেওয়া যদি যেতো
প্রতিদিনের এই বিষাদ যাপন
বিস্বাদ তেতো তেতো…
ছেড়ে চলে যাওয়া এখনো সহজ
ফিরে আসা তত নয়
ফিরে ফিরে দেখা ফেলে আসা দিন
স্মৃতিদের কুরে খায়
ছেড়ে চলে যাওয়া এখনো সহজ
ফিরে আসা তত নয়…।।