চেরাগের জিনি কলুর বলদ-
মেয়াদের বোঝা টানছে।
বাজারের ব্যাগ হাতে ব্যাজার মুখে-
অসুখ গলিতে এখনো একলা হাঁটছে।
অজানা কষ্ট গলার কাছে-
ঢেকুরের মত জমে।
বুক চেপে ধরে সিঁড়ির হাতলে-
জীবনী শক্তি হাপরের মত কাঁপে।
চেরাগের জিনি কলুর বলদ-
মেয়াদের বোঝা টানছে।
বয়সের ভারে ন্যুব্জ শরীর-
সময় গর্ভে গভীরতা টুকু মাপছে।।