উড়ছে পলাশ পুড়ছে আকাশ
রৌদ্র দুপুর প্রায়
তুই দাঁড়ায়ে বিতান ছায়ে
উদাসী মন হায়
কোন পাপিয়া সুর তুলে ওই
কার বিরহের গান
সেই গানে কি মন মজায়ে
দূর পিয়াসের টান...
কষ্টি পাথর অঙ্গ ভূষণ
শ্যাম সোহাগী রাই
মন যমুনার গহীনে তোর
পরশ কার চাই!
ঘোর লাগে ওই ঘূর্ণি হাওয়ায়
রাঙা ধুলার ঝড়
সেই ঝড়ে তুই ভাঙলি রে আজ
কোন গোয়ালার ঘর?
বিন্দু শিশির অধরে তোর
নাসা ঈষৎ ফুলে
মন্দ বিধুর বাতাস বয়
তোর আঁচলের পলে
দূর সুদূরে নাগর কানাই
লজঝড়ে সাইকিলে
উজিয়ে এলো শুখা কাঁসাই
তোর যোবনের কূলে—!
চোত-ফাগুনের আগুনে হায়
জ্বলে ক্ষেতের মাঠ
যেমনি জ্বলে বিরহে তাঁর
মন যমুনার ঘাট
পলাশ ঝরে, কৃষ্ণচূড়া
ঝরে মাথার ঘাম
মোহনিয়া বাঁশুরিতে
কান্দে রে তোর নাম…
কান্দে রে তোর নাম…।।