চোখ দুটো গেছে, পড়েছে ছানি
                          কিছু দেখি কিছু দেখি না
কিছু বা ঝাপসা, আবছা কিছু
কিছু বা দেখেও দেখি না।
চশমার কাঁচে বাহার এসেছে
                           ফ্যাশনের আনাগোনা
তুমি হিন্দু নাকি মুসলিম
এটুকুই জানাশোনা।


তিনটে চশমা গোলগাল ছিল
                           মিহি- সরু- মোটা- ফ্রেম
মালিকেরা তার বিলিয়েছিল
অবিনাশী দেশ প্রেম।
ম্যাপে আঁকা ওই দেশের ছবিতে
                            ভরেনি তাঁদের মন
আপামর যত চাঁড়ালেরা ছিল
তাঁদেরই আপন জন।


এক জন ছিল অহিংসাতে
                            একজন বলিয়ান
একজন দিল গ্রন্থিতে ভরে
সাম্যের খতিয়ান।
দপ্তরে থাকে ছবি হয়ে তাঁরা
                            অন্তরে বিয়োজন
দেশ জুড়ে দ্বেষ- চশমার তাই
ফুরিয়েছে প্রয়োজন।।
======================================
তিনটে চশমার অধিকারিরা হলেন মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু এবং বাবা সাহেব আম্বেদকর। এই কবিতাটি প্রিয় কবি শ্রীযুক্ত আর্যতীর্থ কে উৎসর্গ করলাম।