চাঁদকে আমার ভালোই লাগে-
                           চন্দ্রাহত হলে            
মন পড়ে রয় ওর দেশেতেই-
                           অস্তে গেলে চলে।


মনের মাঝে ভাবনা ছিল!  
                           এখন বুঝি ভুল-  
চাঁদের ছোঁয়া ছোঁয়াচে রোগ-  
                           এটাই হল মূল।  


কেমন যেন ভাবতে থাকি-
                           আনমনা কার মুখ
ঠোঁটের কোনে চিলতে হাসি-
                           সুরঞ্জনা লুক!  


জীবনানন্দ ফিরে এসো তুমি-
                           বিষাদ সিন্ধু ফেলে
তোমার গলিতে থেমে গেছে চাঁদ-
                           বিবাগী মনের ভুলে।