চাঁদ কে সেদিন প্রশ্ন করি
              এমন কেন ঝুলে?
আকাশ পানে হাওয়ার টানে
             রইলে নাকি ভুলে?


সূর্যি মামা ডুবল যখন
              তুমিই কেন এলে?
তোমার তো নাই এলেম দেখি
              ভানুর থেকেই পেলে-


ঘূর্ণি ঘোরে ঘুরছ তুমি
               নিজের কাজটি ফেলে-
বাড়ো কম ইচ্ছে মত
               সময় সুযোগ পেলে।


ছলা কলা ভালোই দেখাও
               রবি অস্তে গেলে
জবাব তুমি দাও তো দেখি
               কেমনে তুমি এলে?


চাঁদ বলল জোছনা ভরি
                ভানুর দেখা পেলে।
আঁধার রাতে দেখাই বাতি
                ভানু অস্তে গেলে।


হাওয়ার আবেশ পাইনা আমি
                 আমার নাও এর পালে
সূর্যি আমায় ডাক দিয়ে যায়
                  আয়রে এবার চলে!


আমার তো নেই আলোর রেখা
                 রবিই দিল ঢেলে-
চুপটি করে দেখছি সবই
                আকাশ পানে চলে।


আমার মুখেই আঁকছ তুমি
                তোমার স্বপ্ন এলে
জবাব টা তো তুমিই জান
                তুমিই দাওনা বলে।