আমাকেই আমি রোজ ভাঙি গড়ি
                     আমাতেই আমি চমৎকার
            আয়নাতে আমি মুখোশের আড়ে
আমাকেই করি বলাৎকার
            আমাকেই আমি রোজ ভাঙি গড়ি
                    আমাতেই আমি চমৎকার।।