চলো হাতে হাত রেখে রৌদ্র পোহাই
উত্তাপ মাখি গায়ে
আমাদের ছায়া আমাদের সাথে
হেঁটে যাক পায়ে পায়ে...
চলো জ্যোৎস্না মাখি পঞ্চমী তিথি
হেলে যাওয়া চাঁদ বাঁয়ে
ফেলে আসা স্মৃতি মিশে যাক তবে
নিশীথের আবছায়ে...
চলো কুয়াশায় মুড়ে শিশির নীড়ে
নির্ণীত নিকেতনে
নিবিড়তা অতি প্রিয় নীরবতা
অনুভব নিবেদনে...
চলো মিশে যাই লহরে লহরে
হরষিত অনুপানে
ফেনিল সলিল জলধির পারে
নিবেদিত অনুধানে...।।