সময়েরা ছোটে আলোকের হাত ধরে
গ্র্যাভিটির টানে আলোকেরা থেমে যায়
সময়েরা তবে স্মৃতিদের অতি ভারে
পাষাণের বুকে অভিমান লিখে যায়
অভিমান সে তো চিরদিন কাঁদে হায়!
কান্নারা জমে হীরকের কুচি হয়
আলোকেরা তাতে ঝিলমিল হেসে যায়
আমাদের আয়ু ক্রমাগত ক্ষয় হয়
ক্ষয় রোধ করে অমরতা পেতে চাই
অমরতা সে ও নিষেধের বিষ ফল
নিষেধের কোন দেশ কাল বেড়া নাই
বেড়া মানে শুধু নিষেধের দলদল
চোরাবালি জানে পেছানোর ইতিহাস
ইতিহাস বোনে সম্ভাবনার বীজ
বীজেদের মুখে সূর্যের প্রতিভাস
সূর্য তো সেই আলোকের মনসিজ
মনসিজ দিলো বিষাদের অভিশাপ
অভিশাপে পোড়ে বেহুলার সংসার
সংসার মাপে চাহিদার পরিমাপ
চাহিদার বিষে ভাল বাসা ছারখার
ভালবাসা চায় সবটুকু অধিকার
অধিকার আনে আপোষের সংবাদ
আপোষের চাই নির্বোধ প্রতিকার
প্রতিকার মানে নিয়মিত সংঘাত
সংঘাত আনে ফাটলের সূচনা
ফাটলের মাঝে ব্যবধান বেড়ে যায়
ব্যবধান গড়ে বিচ্ছেদ রচনা
বিচ্ছেদ হলে আলোকেরা থেমে যায়…।।