চাহিদার কোন শেষ নেই…
মাতৃ দুগ্ধের থেকে শুরু করে
শেষ মুহূর্তের গঙ্গা জল—
        চাহিদার কোন শেষ নেই…
রমণের জন্যে সোমত্ত রমণী থেকে
আগলে রাখার চওড়া কাঁধ
ভালবাসবার ঘর ও  
                ঘর ভাঙবার কারণ    
        চাহিদার কোন শেষ নেই…


কবিতায় উথলে ওঠা বাতুলতা থেকে
চলকে পড়া চোখের জল
               নারকীয় হত্যাকাণ্ড থেকে  
নাগরিক মিছিল—
সহাবস্থান টিকিয়ে রাখার প্রহসন মাত্র
মানুষ স্বভাবগত ভাবে আসলেই পলিগ্যামি।    


শুধু মাত্র প্রকৃতি তাড়িত হলে
পেট ভরানোর আনুষঙ্গ আর
                  রমণের সঙ্গীটি হলে
দিব্বি হেসে খেলে কেটে যেত;  
এমনিতে জীবনের তত মূল্য নেই
মরে পচে হেজে গেলেও
       তেমন কিছু যায় আসে না  
চাহিদায় অভাব হলেই—
             বিপ্লব করে জানান দিই  
        চাহিদার কোন শেষ নেই…।।