বৃষ্টি ভীষণই পাজী! হতচ্ছাড়া! অনাসৃষ্টি!
কোথাও কিছু তো নেই, হঠাৎ কেন যে এসে-  
মনের দুয়ার ভাসিয়ে দিয়েছে হঠাৎই অনিঃশেষে!

প্রিয় কবি, বলে দিও তারে-
                         বৃষ্টি তোমার সঙ্গে আড়ি।

ভালবাসা হোক, অভিমান হোক কিংবা স্মৃতির ডালি-
বারে বারে কেন ফিরিয়ে দেওয়া?
                         কেন এই বাড়াবাড়ি?