পৃথিবীতে দিন দিন-বদলের স্বপ্নেরা মুছে যায়
আগুনের বুকে হায়েনারা লেখে আদিম অবক্ষয়
স্বাধীনতা সে ও চুরি হয় রোজ, চুরি যায় সম্মান
লাফিং বুদ্ধ হাসছে তবুও- হাসি তাঁর অম্লান।
হা-ভাতের পাতে আধ পোড়া চাঁদ মনোহর জ্যোৎস্নায়
উজাগর রিপু ক্ষুন্নি সে কাড়ে সম্ভ্রম অসহায়
নাগরিকতায় ঘুন ধরে আসে জাগতিক কল্যাণ
ক্রুশের যীশুতে শিশুর হাসি’টা এখনও অম্লান।
যুদ্ধের কোন দেশ-কাল নাই, বারুদের নাই প্রেম
আবেগের ঘোরে যুক্তি’টা নাই, ক্ষমতার নাই শেম
গান্ধীর বুকে হোলী খেলা যায়, নাথুরাম পূজা পান
খুলীর গলিতে হেমলক ছোটে, হাসি ফোটে অম্লান।
আগামীর কাছে কেউ ঋণী নয়, আগামী নিজেই ঋণী
মহাজন গোনে সূদের কড়ি, "সাইলক" মহা দানী
অন্ধে’রা লেখে ইতিহাস তাই- পরমাণু খানখান
পিঙ্গল জটা মাশরুম মেঘে- হাসি লেগে অম্লান…।।