রাত্রি শীতের গা ছমছম একটা বছর শেষ
উন্মাদনা- বর্ষবরণ- অপার অনিঃশেষ  
প্রতিজ্ঞা সেই আগের মতই- নব্য হিসেব নিকেশ
রাত পোহালেই পয়লা তারিখ- ব্যাক টু বদভ্যেস!!