বনানী—
সময় নেই; দেরি কোর না প্লিজ—
এলে এখুনি এসো—
আজ সমস্ত রাত্রি থেকে যেতে পারি
কাল—
নদী কে দিয়েছি কথা—
তার সাথে বেড়াতে বেরুব
শপিং মল— রেস্তরাঁ— বাবু ঘাট—

উঠে এসো প্রিয়তমা—
যুথিবদ্ধ হাতখানি রাখ বুকের ওপর
এ পাগল ঢের পাগল হতে চায়
একে মুড়ে দাও—
                  অনার্য চুমোয়।

অগরু ঘ্রাণের মত ফেলে দাও দেহবাসখানি    
তুমি যেন জোছনার নারী—
ঝরেছ চাঁদের থেকে—
বাজাও তো সরোদ খানি- শরীর জুড়ে।

বনানী—
দেরি কোর না প্লিজ—
ফেলে দাও অঙ্গ সজ্জা জলপাই মুকুট
এ কাঙালের মস্তকে রাখ হাত
একে পাগল করে দাও—
                      অনার্য চুমোয়।

কাল—
এ কাঙাল তোমার আলোর থেকে মুখ ধুয়ে নিয়ে
শরীর ভিজিয়ে নেবে—
                 নাব্য নদীর দেহে।।