আজ বিদ্রোহ দেগে দাও সমস্ত কবিতায়-
চোখের জল শুকিয়ে ফেলেছি উদ্ধত কামনায়।
আমার বার্তা কেউ না শুনুক, শুনুক চিৎকার-
কাঙালের মতো চেয়েছি প্রেম, প্রেমের শীৎকার।
আজ বিদ্রোহ দেগে দাও সমস্ত কবিতায়-
প্রেমের কবিতা পুড়িয়ে ফেলেছি, জেগে স্তব্ধ নীরবতায়।
হৃদয়ের কথা চেপে দিই নিজে, ভাতের উনুন জ্বালি।
আকালের দিন আমার জঠরে, কবিতার ঝাঁপি খালি।
আজ বিদ্রোহ দেগে দাও সমস্ত কবিতায়-
ঘৃনার বিন্দু উপড়ে ফেলেছি উজাগর জ্যোৎস্নায়।
ক্যাঙ্গারুর মতো লাফাতে পারিনি, পিঁপড়ের হামাগুড়ি
মাথা যদি দাও- ভেঙ্গে দাও, সজোরে চালাও হাতুড়ি।
আজ বিদ্রোহ দেগে দাও সমস্ত কবিতায়-
হাতের আঙ্গুল নিজেই ছেঁচেছি, লেখনী তবু চমকায়।
বাজের মতো পোড়াতে পারিনি, মোমের মলিনতা-
গারদের মাঝে পিষে মারো, মারো কণ্ঠের স্বাধীনতা।।