ওই মেঘ জল ছোঁয়'নি যখন চোখ
এলোমেলো হাওয়া বয়ে গেছে দূর দূর
বুকে জমে ছিল বিভীষিকাময় রোখ
হলুদ পাতারা ঝরে গেছে ঝুর ঝুর


হিম ছোঁয়া এসে ছুঁয়ে দিল যবে বুক  
পাঁজরের হাড়ে শিরশিরে অনুভব
এতদিন পরে এলো বুঝি সেই দুখ  
পাহাড়িয়া ঝোরা থেমে যাওয়া কলরব  


মজে যাওয়া নদী পাথরের খাঁজে খাঁজে  
চোরাবালি খোঁজে সাগরের প্রণিধান  
সিঁদুরের দাগ রুমালের কোন ভাঁজে  
সীমারেখা আঁকে নির্বোধ অভিমান


তুষারের যুগে মমি হয়ে থাকে শিব
বালিয়াড়ি ঝড়ে পিরামিড ভেঙে পড়ে
বেঁচে থাকে শুধু অযাচিত অণু জীব  
বান্ধব হীন দুর্গম স্মৃতি  গড়ে—।।