=======================
নীলাম্বরে আড়াল করে মেঘরাজ এলো ভেসে
মেঘমল্লার বাজালো হৃদয়ে সহসা বরষা এসে।
হাওয়ায় তুফান লাগলো ওরে; দৃষ্টি বাদল ঘোরে—
বর্ষা মেয়ের আহ্লাদে আজ রয়না রে মন ঘরে।
বর্ষা মেয়ের পায়ের নূপুর রুম-ঝুম-ঝুম বাজে
মেঘরাজেরা অম্বরেতে তাধিন- তাধিন- নাচে-।
উড়ছে আঁচল কাজল কালো সকল আকাশ ছেয়ে
সপ্ত ডিঙ্গায় পাল তুলে সে আসছে যেন ধেয়ে।
বর্ষা মেয়ের ইচ্ছে নাচন একলা আপন মনে
বিজলী যে তার খেলার সাথী চমকে অনুক্ষণে।
মেঘরাজের ওই মাদল বাজে গুরু গুরু গুরু
তাই শুনে কি বর্ষা মেয়ের বুক করে দুরু দুরু!
বর্ষা মেয়ে- খেয়াল খুশী দস্যিপনায় মেতে—
দাপিয়ে বেড়ায় চপল পায়ে নবীন ধানের ক্ষেতে।
টাপুর টুপুর বৃষ্টি ধারায় জল থৈ থৈ মাঠ
ভাসল নদী পুকুর ডোবা ভাসল হিয়ার ঘাট।।
=========================
এই কবিতা টি প্রিয় কবি শ্রীমতী দীপ্তি রায় এর গতকালের কবিতা "বর্ষা মেয়ে" এর থেকে অনুপ্রাণিত... কবিতা টি প্রিয় কবি কে উৎসর্গ করলাম......