হেঁসেলের নীড়ে বন্দি বাতাসে নিরিবিলি অভিমান—
হলুদের দাগ লেগে থাকা খুঁটে-
বিবাগীয় অভিধান!
থুতনি সে রেখে তালুর ওপরে
অবলিল অবসর—
পরশন প্রিয় ফিরে দেখা স্মৃতি একে একে অপসর!
ড্রয়িং রুমে’তে সাজানো ছবি’তে অভিরাম হাসি তায়—
চারু ধূলিকণা পেরেছে কি ছুঁতে
এতটুকু তারে হায়!
নিটোল সাজানো পরিপাটি প্রেমে-
বালিশে বিছানায়—
ব্যবধান বেড়ে পারাবার হয়- আপোষের অছিলায়!
গায়ের গন্ধ নিদ্রা মন্দ- পাশ ফিরে শুতে যায়—
সিলিং পাখাটা সারা রাত কাকে
নিশ্চুপে ছুঁতে চায়!
শীততাপ ঘর উষ্ণতা কাড়ে,
উত্তাপ বাড়ে মাথে—
সংসারী ঘোর; বিয়োজন টান- ব্যস্ততা অজুহাতে!
গুমোট আকাশে অশনি প্রকাশে অস্থির ভীতি ভয়—
থমথমে মুখে গমগমে রোখে
বিপ্লব কি বা হয়!
ব্যালকনি জুড়ে বাহারি বাগানে
অচিরেই ছারখার—
গ্রিলের ওপারে ছড়ানো আবেশে সহসাই অভিসার!
ঝুরঝুরে মেঘে বৃষ্টি ধারায় ফুরফুরে হাওয়া দোল—
অনামিকা ছুঁয়ে শিরশিরে সুরে
হৃদয়েতে কুহু বোল!
অনুরনে বাজে অকারণ কথা-
মুখোমুখি চুপচাপ—
অনায়াসে হল কথা বিনিময়- চোখাচোখি টুপটাপ!!