তোমার যখন ভীষণ তাড়া  
এগিয়ে যাওয়ার একান্ত উদ্দেশ
আমার তখন বিষণ্ণতার রেশ
কেমন আছো তুমি?
             আমিও এখন বেশ —

মন খারাপের ধার ধারি না
আঁকড়ে এবং জাপটে ধরি তাকে
ওরাই বরং—
সঙ্গ দেয়, কখন কখন রঙ্গ হয়
ওরাই আমায় যত্ন করে রাখে।    
এই যে দালান- পলস্তারা খসছে
এবং মিশছে- আমার মতোই
ধুলোয় ধুলোয় নির্বিচারে সঙ্গোপনে  
যে ছবিটা আঁকছে বাতাস ডুব পুকুরের
মাজা হাড়ে- সেথায় কিন্তু নির্বিকারে
সবজে শালুক, পান্না পানা
          রোদ শিকারী শ্যাওলা বাড়ে—।।