বাবু এসে বিকেলবেলা বাজিয়ে নিজের ঢাঁক
সব দিয়েছির গল্প ফেঁদে করল চিচিংফাঁক!
গদগদ চিত্ত ভাবে
অনুগত নিত্য রবে
আদেশে মন্ত্রী মশাই মাথায় যাহার মস্ত বড় টাঁক।।