অনেক জোছনা এসে –
স্থবিরতা সর্বত্র ছড়াল।
আমাকে জড়িয়ে ধরে – প্রেম
দুখের ফাটল বেয়ে
প্রাকৃত বিদিশায়।
শালুকের ফুলে –
ডালিম ফাটানো আলো
পার হয়ে –
পৃথিবীর পাড় ধরে
হেঁটে যেতে হবে
দারুচিনি দ্বীপে –
অচেনা অনেক শব্দ –
দীর্ঘক্ষণ কথায়!
আয়ুষ্মান্ প্রেম বেঁচে থাকে –
ছেঁড়া বিছানার অকবি কবিতায়।