রুদ্ধ-হৃদয় বাষ্প তোমার
বিষুব রেখায় রেখো—
মেঘলা হৃদয়ে মেঘদূত এসে
                   টোকা দেবে ঠিকই দেখো।    
পরিতাপ গুলো তুলে রেখো প্রিয় কুলুঙ্গিতে আজ  
অভিমান গুলো ভুলে যেও  
                   খুলে পুরনো বইয়ের ভাঁজ।  



জমে থাকা ধুলো স্মৃতিতে আবার
প্রণয় পরশ দিয়ো—
মূর্ছিত ফুলে মুছে যাওয়া তার
                     ঘ্রাণটুকু বুকে নিয়ো।  
আগুনের থেকে তাপ নিয়ে সুখে আলোক জ্বালিয়ে চোখে    
বিদিশার নেশা কেটে চল স্রোতে
                      সন্ধানী মন রোখে।।