মেঘলা আকাশ ডাকছে- ডাকুক
কিচ্ছুতে আজ আসবো না।
ছিঁচকাঁদুনে কাঁদলে কাঁদুক -
বিন্দুতে আজ ভাসবো না।
বিজলী হানা হানলে হানুক-
চোখ রাঙানো মানবো না।
ঝঞ্ঝা তুফান তুললে তুলুক
নিঃশেষে হার মানবো না।
শাসন বারণ করছে- করুক
মন ভোলানোয় ভুলবো না।
রাত্রি ভোরে যতই ঝরুক
ঝর্না ধারায় ভিজবো না।
কিন্তু চুমু খেয়েই দেখুক-
মুখ ফিরায়ে থাকবো না।
পাগলী হয়ে ঝাঁপিয়ে পড়ুক
আগল দিয়ে রুখবো না।