আকাশগঙ্গা ছাড়িয়ে যদি কোন এক দিন
অ্যান্ড্রোমিডার পথে কোন এক তুঘলকী অভিযান-
আলেয়া আলোতে মিলেমিশে গিয়ে অমৃত প্রণিধান।
পৃথিবীর গতি থেমে যেতে পারে হয়তো বা অনুমান
তবুও আমার মাভৈঃ! বন্ধু! শত শত অভিনন্দন!
তুলে আনো মাটি মহাকাশ থেকে এইতো আকাঙ্ক্ষা-
মাটিতে মাটি মিলিয়ে দিয়ে প্রাণ খুঁজে পাওয়া প্রাণের তিতিক্ষা।
হিসাবের কড়ি গুনছে যারা হিসাব রাখুক লাভের-
তোমার শরীর ক্ষইয়ে দিও হিসাব রেখো না ঘামের।
সংযমী যারা মিতব্যায়ী তারা সাবধানতা অধীর-
তুমি শুধু শোনো তোমার অমিত গরম রুধির।
এই বিশালতা, বিশালতা নয় অসীমত্ত্বের প্রতীক-
পায়ে পায়ে চলো পথ চলে যাই আমরা কালের পথিক।
ঠুলি বাঁধা চোখে অশ্বারোহী ছোটে নি কালের পথে-
গিরি কন্দর হেঁটে হেঁটে জয় পায়ের বিজয় রথে।
ছোট ছোট আশা বুকে জমা রেখে যারা প্রদীপ জ্বালিয়ে রাখে-
সলতে ও তেলের যোগান কোথা হতে আসে তারা কি খবর রাখে?
সূর্যের তেজ কমে কমে এলে তবুও পৃথিবী ঘোরে-
সূর্য যদি কাল নিভে যায় সব আশা তার অমানিশার ঘোরে।
মানবতা তাও তবু বেঁচে থাক এই শুধু আশা অন্তরে
হাইড্রোজেনের যোগানের দাবি সৌর ভূমের প্রান্তরে-
তুঘলকি এই অভিযান তাই প্রয়োজন এন্ড্রোমিডার বন্দরে।