আমাদের মাথার ভেতর ঘুণের পোকা
নিরিবিলি খুঁটছে খাবার সকল বেলা
অথচ প্রাতরাশের গোল টেবিলে
তুফানি চায়ের কাপে—
সঙ্গে থাকার নিছক খেলা
আমাদের মাথার ভেতর ঘুণের পোকা
নিরিবিলি খুঁটছে খাবার সকল বেলা
অথচ বিকেল রোদের অর্জমাতে
সিঁদুরে মেঘের বুকে—
গুলল গোলা রঙের মেলা
আমাদের মাথার ভেতর ঘুণের পোকা
নিরিবিলি খুঁটছে খাবার সকল বেলা
অথচ ছাদের ওপর আঁচল পেতে
রুপোলী মীনের মতো—
জ্যোৎস্না ধরার অলিক খেলা
আমাদের মাথার ভেতর ঘুণের পোকা
নিরিবিলি খুঁটছে খাবার সকল বেলা
অথচ আগল খুলে একতারাটির
উদাসী সুরের সুখে—
ব্যবচ্ছেদের মিলন মেলা
আমাদের মাথার ভেতর ঘুণের পোকা
নিরিবিলি খুঁটছে খাবার সকল বেলা…।।