উত্তর কালের কাছে ঋণী কেউ নয় -
তথাচ ভাবুক স্বপ্নে
স্বীয় দুর্বলতা ছাড়া
সমস্ত গতানুগতিক প্রেমে
কলমি লতার মত নারীরা
কদলী গাছের মত পুরুষে
বেঁধেছে ধ্রুবপদ –
এখুনি আগুন লাগবে ঠোঁটে
পুড়ে যাবে নবীন শালেদের পর্ণমোচী  গুঁড়ি।    

নূতন আলোর কাছে—
খুলে দাও অঙ্গ সজ্জা শাড়ি  
তুমি এক সরলরেখা—
                      উপমা বিহীন।  
বুকের ভেতর থেকে উঠে এসে নদী
ডেকে নেয় তার নিজস্ব বুকের কাছে—
আমি হাঁটু গেড়ে অবোধের মত
করজোড়ে প্রার্থনা করি—
                        আশীর্বাদ।

নূতন আলোর কাছে—
খুলে দাও অঙ্গ সজ্জা শাড়ি  
তুমি এক মরালীর মত—
                        উপমা বিহীন।  
ক্ষয়িষ্ণু চাঁদের কাছে পেতে রাখা
আকাশ গালিচা পেরিয়ে —
নির্ঘুম হেঁটে এসে জলধের কাছে  
করপুটে তুলে নিলে—
হেমলক বিষাদের অবশেষ ভাপ টুকু;  
আনত ঠোঁটের কাছে সুবাসিত নীড় খুঁজে পেতে
আমি হাঁটু গেড়ে অবোধের মত
করজোড়ে প্রার্থনা করি—
                        আশীর্বাদ।।