@১
==================
বিরুতের মাথা নত হয়ে আসে
মহীরুহ মহাকাশে
তৃণদল পড়ে চরণ গ্রাসে
বিরুতের অধিকোষে।।
@২
==================
মৃন্ময়ী মাতা পূজিত আচারে
জগতের মঙ্গলে
চিন্ময়ী সে যে লাঞ্ছিতা হয়
তখতের দঙ্গলে।।
@৩
==================
জগদীশ্বর চায়নি কখনো
মুখ ফুটে কোন কিছু
তবু কেন তবে তাহারই নামে
ভেদাভেদ উঁচুনিচু??
@৪
==================
জীবনের থেকে বড় কিছু নয়
বড় নয় ঈশ্বর
প্রাণের পরশে পরমাত্মা
বাকি সব নশ্বর।।