১
বাঁধন ছিঁড়ে উড়লে পাখী
মুক্তি তারে দিও
সোহাগ নামের শিকলটারে
আপনি কেটে নিও।।
২
খাল কেটে কেউ কুমীরছানা
আনবে যখন ঘরে
মেঘ বিনা ফেউ বজ্র পাতে
পড়বে তখন ঝরে।।
৩
বারুদের কাছে আতুর হয়ে
আগুনের আঁচ চাই
কামনার পাশে পরাজিত ক্ষয়ে
জ্বলেপুড়ে সব ছাই।।
৪
এতটুকু দিয়ে বেশী পেতে চাই
অবহেলা মোটে সয়না
ভালবাসা ছাড়া পৃথিবীতে কিছু
চিরদিন বেঁচে রয়না।।