@১
যার যতটা লাগবে, সেটা
              নিতোই যদি সবে  
এই দুনিয়ায় অভাব বলে
রইত কিছু তবে!!


@২
ঘরের খেয়ে বনের মোষ’টি
              তাড়ায় যে লোক ভবে
ভাগ্যে যে তার কষ্ট অনেক
সদাই লেগে রবে।।


@৩
পড়শিরা সব প্রেম বিলাবে
                মিষ্টি মধুর কথায়
কিন্তু সবে উধাও হবে  
কাতর যখন ব্যথায়।।  


@৪
লুটের বাজার হরির লুটে
                লুটছে নেপোয় দই
রাঘব বোয়াল অটুট জোটে
খাচ্ছে খাবি কই।।