বদল
=========================
অদল বদল হবেই হবে- হয়েই হতে থাক
বদল গুলোও বদলে যাবে পেলেই নতুন ডাক।।  
=========================


ক্ষয়
=========================
শারীরিক মৃত্যু সে তো একবারই হয়-
রোজের মরণ মরমে মরমে রোজ ধরে ক্ষয়!!
=========================


কথামালা
=========================
কথা জুড়ে জুড়ে কথামালা লিখি                              
কথাতেই বলি প্রতি-দিনলিপি
কথা কুড়িয়ে কথা বাড়িয়ে
কথা মিলিয়ে কথা জড়িয়ে  
কথাতেই প্রেম কথা হারিয়ে
মন খুঁড়ে দেখা কথা পেরিয়ে
এই কবিতায় এই থাকি ছুঁয়ে
কাব্য লেখা কথামালা পেয়ে!!
=========================