১
রক্ত সবার লোহিত বর্ণ,
হাসিতে সবার ম্যাজিক
ইতিহাসে তবু দুর্ঘটনা
হিসেব সকলই ট্র্যাজিক।।
২
কানাই বাবু লাটাই টানে
ওড়ায় ঘুড়ি খুব
হাওয়ার পরশ ফুরালে সে
তখনই দেয় ডুব।।
৩
মাশুল তো ভাই গুনতে হবে
সুদ আসলে মিলে
গোল পাকালে মর্ম কথায়
কর্মে দিলে ঢিলে।।
৪
বিরহ-বিধুর শরত গাঁথা
ছুঁয়েছে হৃদয় মোর
কাশের বনেতে পেয়েছি খুঁজে
প্রথম প্রণয় ডোর!!