আমার নামে তে মাইল ফলক
আমার নামে তে ছুটি
আমার নামে তে মোচ্ছব হয়
              লুটোপুটি হুটোপুটি  

আমার কবিতা কালের কণ্ঠ
আগামীর প্রতিভাস
ভাষণের দেশে আসলে তে তাও    
                নিদারুণ উপহাস

আমার গানে তে সাইরেন বাজে  
ট্র্যাফিকেরা থেমে যায়  
ব্যভিচার গুলো আমার মোড়কে
               হেসে খেলে চরে যায়

আমার নাটকে হাতে খড়ি হয়
আমার নাটকে জয়
মুখোশের আড়ে মুখোমুখি শবে  
              সুনিপুণ অভিনয়

আমার স্মৃতিতে রজনীগন্ধা  
আমার স্মৃতিতে ধূপ  
আপোষের সুখে সুখী মুখগুলো  
               আমার মতোই চুপ

রচনাবলীতে সাজানো দেওয়ালে
গর্বিত বাঙালি
আমাকেই খোঁজে আড়ালের তরে  
               নির্ণীত কাঙালি

আমার আমি- সে অপসৃত
“দাড়ি”টির অবদানে  
বিগ্রহ নই, তবু পূজা পাই
               ব্র্যান্ডিং প্রণিধানে  

বৈশাখ এলে মাতোয়ারা হয়    
শ্রাবণে শ্রাবণ ধারা
বাকি দিন গুলো আমার স্ট্যাচুতে  
              কাকেদের পটি করা

রাগ নেই কোন, কোন ক্ষোভ নেই
মালাতে সাজানো ছবি            
মরে গিয়ে আমি বেঁচে গেছি ভাই
ইতি—
           বুর্জোয়া পাতি কবি...।।