আমি সেই কাঙালিনীর—
আঁচল খুঁটে পাওয়া কামিনী ফুল
শিশিরের কাছ হতে তুলে নেওয়া
আচমন হাসির মতো ঠোঁটের কোনে
আমি সেই কাঙালিনীর—
তার শব্দের ভেতরে— আমি—
অধুনা পথিক অধিবাস।
আমি সেই কাঙালিনীর—
আর সে—
যেন ধান ফুল মদ গন্ধের মতো
রাশি রাশি ঝরে ভূমে
বিকেলি রোদের মতো—
শ্যামলা ফড়িং এর মতো—
লঘু মরালী আবেশে জড়ায়ে।
আমি সেই কাঙালিনীর—
তার ঘুম পাশে অগোছালো বসনে
অবিনাশী স্বীয় বাসনায়
কমলি লতার মতো অবিরত
সাঁঝ বাতি সাজায়ে
রূপসী জোছনায় দীপারতি
একাকিনী দেবদাসী সুতনুকা
আর সে—
যেন ধান ফুল মদ গন্ধের মতো
রাশি রাশি ঝরে ভূমে—
আমি সেই কাঙালিনীর—
তার করপুটে তুলে দিই ওষ্ঠ দুখানি –
সোহাগী কবিতার মতো রূপ—
যেন তার গন্ধরাজ ফুটে—
আমি সেই কাঙালিনীর—।।