মুখের ওপরে বলে দিই সব-
                   ধার কারও আমি ধারি না।  
আমার ওপরে বলবে কথা!
মেনে নিতে মোটে পারি না।


যা খুশী তোমরা ভাবতে পার
                  পরোয়া ওসব করি না
ভাল কি মন্দ বললে আমারে
ধর্তব্যেই তাকে ধরি না।  


আসলেতে সব গল্পে গাথায়
                  বাস্তবে এত মেলে না
শকুনের অভিসম্পাতে শত
কখনোই গরু মরে না।।