বেশিকিছু আর চাইনা মোটে
দাবিদাওয়া বড় অল্প
সামর্থ্য নেই তেমন কিছু
সঞ্চয়- সে ও স্বল্প।
আধুনিক দিনে পুরাতনী নই
সেকেলে বলতে পারো না
পুরানেই সব অমৃত ছিল
কেন যে তোমরা মানো না!
অমৃত ভোগী দেবতারা হবে
অপূর্ব দৃশ্য কল্প!
গরলের বশে দানব মরবে
ন্যায্য বিচার গল্প।।