হুজুগের বশে প্রতিবাদ করি—
প্রতিবাদী মোটে নই।
বিবাদের থেকে দূরে থাকি শত
ভাগীদার তবু হই!
এমনিতে জেনো ভীতুর ডিম
বেড়াল মারি না রাতে।
আচানক যদি সুযোগ মেলে
মেরে ফেলি ঠিকই ভাতে।
দিবাচর যারা শিকার করে
প্রকাশ্য দিবালোকে।
নিশাচর হয়ে অবশেষ খুঁজি
ভাগাড়ের গোলকে।।