জানালাটা খুলে আকাশ খুঁজলে
আকাশও আমায় খুঁজবে!
পড়ে আসা রোদে গোধূলি বেলায়
আলোটা যখন বুজবে—
শেফালী আলোকে চুপি চুপি যবে
সহসা তারারা ফুটবে
অমানিশা সাঁঝে নিখিল মাঝে
মরণ আমার লুটবে…
তখনো গগনে প্রাণের প্রেরণা
ইথারে ইথারে ছুটবে
অগণিত তারা ছুঁয়ে ছুঁয়ে ধ্বনি
প্রতিধ্বনি সে উঠবে
তখনো আবেশে সুবাস হরষে
ফাগুন আসিয়া জুটবে—
প্রণয় প্রকাশে সরসী আকাশে
লাজুক আকুতি ফুটবে!
এত কিছু আছে, কিছু নাই তবু
হাহাকার মাথা কুটবে
আমিও তো নাই; এই অবকাশে
অবসাদ আসি জুটবে
মালতী লতায় মধুকর দলে
মাধুকরী মোহ টুটবে!
বিজন বাগানে কূজন বিহানে
কামিনী ভূধরে লুটবে!
অমল আলোকে কোমল ভূলোকে
সমীরণ মৃদু বহিবে—
শ্যামল হরিত তৃণ-দল দলে
পরশ আমার রহিবে!!
====================
আমি নেই, আমি নেই--
ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়
যেই ভাবি আর কোনোখানে আমি নেই
====================