কেনাকাটা বেচার ছলে- স্বাধীনতা কেমনে মেলে!
আমাকেই বেচছি আমি- মোটে নয় মনের ভুলে।
অধীনতা চাইছি পেতে
ভাত চাই একটু খেতে
এ সুযোগ আর পাবেনা- এ অফার ফুরিয়ে গেলে।  



আসলে ফুরায়না সে- ফিরে আসি বারে বারে-
বেচে দেওয়া রক্ত কণায়! বেচে দেওয়া হাড়ে হাড়ে।
তুমি ক্রেতা পরম প্রভু
যদি কেন আমায় কভু
পাপোষেও রাখতে পার, পুরানো চাল ভাতেও বাড়ে।    



এ দারুণ দুখের দিনে সুখের চাকর মিলবে কোথায়?
শরীর বেচা হাড়-হাভাতে এই যে বোকা এই তো হেথায়।
অভাবে স্বভাব যেন হয় গো চুরি
মেনে নেই কপটতা গা-জোয়ারি
অনুরোধ এইতো শুধু; আমারই নামটা লেখ গোলাম খাতায়।  



বাজারে চমক দেখ- আমিই আমার বেচার বিজ্ঞাপনে-  
মুখে রঙ লাগিয়ে দেখ- দাঁড়িয়ে আছি এই দালানে।
কেনোনা যা কিছু সব সাজিয়ে রাখা তোমার প্রিয়    
আমাকেও বাজিয়ে দেখা প্রার্থনীয়
দরদাম করতে পার; পার তো ছলচাতুরী ও সঙ্গোপনে।      



আমাকে আমিই দেখ বেচছি কেমন ডিসকাউন্টে-  
লাভের কড়ি জমতে থাকে কেনা বাবুর বুক পকেটে।  
ষোল আনার এই যে আমি-
আট আনাতেই ভাবছ দামি!  
চার আনায় চাইছ পেতে! নাকি চাও ফুল ফোকটে??