একলা রয়েছি বলে-  
বৃষ্টি রা ছুঁয়ে নিতে চায়।
আমিও অগাধ ভালবেসে তারে
প্রচ্ছন্ন আদর করি –
সে আমায় একান্ত আপন করে
একা পেতে চায়।

মেঘেরা ডাক দিলে –
ডুলি নিয়ে নিতে আসে
মন খারাপের হাওয়া-
এখন আমার একলা পথে
একলা নৌকা বাওয়া।

আমার হাতের পরে থুতনি রাখ-
আমি অবাক চোখে তোমার চোখে
দু চোখ রেখে–
ঘুমিয়ে পড়ি সকাল বেলায়।
আমায় ডাকলে কেন উতল হাওয়ায়
মন খারাপের ছায়ায়!

আমার হাতের পরে থুতনি রাখ-
আমি দ্বৈত দিধায়
তোমার ঠোঁটের পরে ঠোঁট রেখেছি –
মন খারাপের ছায়ায়-
আমায় ডাকলে কেন একলা হতে
একলা বিকেল বেলায়!

আমার হাতের পরে থুতনি রাখ-
আমি ভোরের আলোয় নদীর মতন
সারা দুপুর তোমায় বক্ষে ধরে রাখি –
আমার বিকেল গেল অস্ত পারে
তুমি তখন সাঁঝ আকাশে তারায় তারায়
আমায় ডাকলে কেন একলা হতে
একলা হওয়া তারায়!!
-------------------------------------------------------------------------------------------------------------
গত ২৭/০৫/২০২০ তারিখে যখন প্রথম বার এই আসরে কবিতা প্রকাশ করেছিলাম, একবারও ভাবিনি এমন একটা দিন আসবে যেদিন ১০০ তম কবিতা প্রকাশিত হবে। বহুদিনের অনভ্যাসে- ভাবনায় এবং উৎসাহে এক প্রকার চর জমে গিয়েছিল...... আপনাদের সকলের ঐকান্তিক উৎসাহ, ভালবাসা ও শুভেচ্ছা না পেলে কোন মতে ই এত গুলো কবিতা লিখতে পারতাম না। আপনাদের সবাই কে অশেষ শুভেচ্ছা, অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। পাশে থাকুন............... অনিঃশেষ ভালবাসা!